বরিশাল বিশ্ববিদ্যালয়ে অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক ইফতার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি বাহাউদ্দীন গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন।

ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূইয়া। এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্যান্য কর্মকর্তা এবং এসোসিয়েশন সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেন, ‘রোজার মাসে আমরা যদি নিজেদের সংযত রাখতে পারি তাহলে এই মাসের মূল মর্মকথা সঠিকভাবে পালন করতে পারবো। তাই আমি সবাইকে আহ্বান জানাব আসুন আমরা এই রমজান মাসে ধর্মবাণী অনুসরণ করে নিজে সংযমী হই, সৎ হই এবং দেশের কল্যাণে এগিয়ে আসি।’

আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসাথে ইফতার করেন।

leave a reply