বরগুনায় বিএনপির অবস্থান কর্মসূচি পালন

বরগুনায় বিএনপি ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর দুইটার দিকে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে দলটি।

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন মো: কুদ্দুসুর রহমান। আরও বক্তব্য রাখেন, বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এজেডএম সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশ।

এসময় উপস্থিত ছিলেন নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক সোহাগসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বিদ্যুতের মূল্য বৃদ্ধি, কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানান। তারা বর্তমান সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি তুলে ধরেন।

leave a reply