বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে সাতটি বিভাগের প্রথমবর্ষে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে বিভাগগুলোর শ্রেণিকক্ষে ওরিয়েন্টেশন হয়।
এদিন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), গণিত, ফিশারিজ, ভূ-তত্ত্ব , ব্যবস্থাপনা ও সমাজকর্ম বিভাগের উদ্যোগে পৃথক ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন উপাচার্য। তিনি বলেন, ‘আজকের বিশ্ব প্রতিযোগিতামূলক ও দ্রুত পরিবর্তনশীল। এই বিশ্ব তথ্য, জ্ঞান ও প্রযুক্তিনির্ভর। তাই প্রতিযোগিতামূলক এ বিশ্বে স্থিতিশীলতার জন্য বিভিন্ন সেক্টরে দ্রুত পরিবর্তন সম্পর্কে সচেতন হতে হবে।’
এখনকার প্রযুক্তি জ্ঞাননির্ভর সমাজে চলতে গেলে কর্মক্ষেত্রে যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সঠিক কর্মপরিকল্পনা ও কৌশল অবলম্বন করা উচিত বলেও মনে করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মাননান ও রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন।
ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক এসএম ইউসুফ আলী, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. আব্দুস ছাত্তার, গণিত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রিপন রায়, সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. হুমায়ন কবির, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার, ভূ-তত্ত্ব বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন নিজ নিজ বিভাগের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এ সময় নবীন শিক্ষার্থীরা বলেন, যে স্বপ্ন নিয়ে কঠোর পরিশ্রম করে লেখাপড়া করেছি। আজ সে স্বপ্নের পূরণ হলো। এ এক অন্য রকম আনন্দ, অন্য রকম অনুভূতি। আজ আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন। নতুন পরিবেশ, নতুন বন্ধু-বান্ধব, নতুন মানুষ সব মিলিয়ে ভালোই লাগছে। শ্রদ্ধেয় শিক্ষকরা, সিনিয়র ভাই-আপুরা আমাদের বরণে নানা আয়োজন করেছেন। সবই আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই দিনটি আমাদের জীবনে অন্যরকম এক সুন্দর স্মৃতির অংশ হয়ে থাকবে।
২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।