বঙ্গবাজার মার্কেট যেন আগ্নেয়গিরি!

স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে রাজধানীর বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেট। পুড়ে ছাই হয়ে গেছে সেখানকার সবগুলো দোকান। মঙ্গলবার ভোর ছয়টা ১০মিনিটে আগুন লাগে মার্কেটটিতে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে।

আগুনের ভয়াবহতা তীব্র হওয়ায় আগুন নেভানোর জন্য বিমান বাহিনীর দু’টি হেলিকপ্টারও যোগ দিয়েছে। হেলিক্টারে করে হাতিরঝিল ও বুড়িগঙ্গা নদী থেকে পানি সংগ্রহ করছে হেলিকপ্টার দু’টি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকেও পানি সংগ্রহ করা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে বেশ ফায়ার সার্ভিসের বেশক’জন সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।

বঙ্গবাজাড়ে প্রায় তিন হাজারের বেশি দোকান ছিল। এরমধ্যে অধিকাংশ দোকানই কাপড়ের। আগুনে সবগুলো দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বঙ্গবাজার লাগোয়া এনেক্স ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। পাঁচতলা ওই ভবনে কয়েকটি তলায় আগুন ছড়িয়ে যায়। বিশেষ করে পঞ্চম তলায় দাউ দাউ করে আগুণ জ্বলতে দেখা যায়।

আবদুর রশিদ নামে এক ব্যবসায়ী জানান, ঈদ উপলক্ষে ব্যাংক লোন নিয়ে দোকানে মালামাল তুলেছিলেন। কিন্তু ভয়বহ আগুন তাকে পথে বসিয়ে দিয়েছে। তিনি বলেন, সোমবার রাতেই দোকানে মাল এসেছে। এখন সব পুড়ে শেষ হয়ে গেল।

এদিকে, আগুন লাগার পর থেকেই সেখানে উৎসুক মানুষের ভীড় বাড়তে থাকে। তাদের অনেকেই জটলা পাকিয়ে আগুনের ভিডিও করছেন। ফলে আগুন নেভানোর কাজ বাধাগ্রস্থ হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। মাইকে বারবার ঘোষণা দিয়েও উৎসুক মানুষকে সরাতে হিমশিম খাচ্ছেন তারা।

বঙ্গবাজারে আগুনের খবরে আহতদের চিকিৎসার জন্য সবরকম প্রস্তুতি নিয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। তাৎক্ষণিকভাবে সব ধরনের সেবা দিতে বাড়ানো হয়েছে জনবল। রোগী আসা মাত্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জনিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

leave a reply