বঙ্গবন্ধু বাংলাদেশের ভিত্তি প্রতিষ্ঠা করে গেছেন: ইবি উপাচার্য

বাংলাদেশের ভিত্তি প্রতিষ্ঠা করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার বাস্তবায়ন করে চলেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এমন মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

বুধবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভাকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষ্যে আলোচনা সভায় এসব কথা বলেন অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

তিনি আরও বলেন, ১৫ আগস্ট পরবর্তী দীর্ঘ অন্ধকার সময় অতিক্রম করেছে এদেশের জনগণ। আজ সেই অন্ধকার থেকে দেশকে আলোর পথে নিয়ে চলেছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর ঋণ পরিশোধ করার জন্য আলোর সেই পদযাত্রায় আমাদেরকে শরীক হতে হবে।

আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া।

সভায় মুখ্য আলোচকের বক্তব্যে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যসহ ১৮ জনকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেদিন আমরা কেউ বিদ্রোহী হয়ে উঠিনি। এর থেকে বোঝা যায় আমরা কতটা বেঈমান জাতি। যারা সেদিন প্রতিবাদ করেননি তাদের ক্ষমা চেয়ে নেয়া উচিত। তিনি বলেন, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিকৃত করা হয়েছে, যা আমাদের পুনরুদ্ধার করতে হবে আগামী প্রজন্মের জন্য।

জাতীয় শোকদিবস উদযাপন কমিটি ২০২৩ এর আহ্বায়ক এবং প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, কবি নজরুল ইনস্টিটিউটের সচিব (উপ-সচিব) মো. রায়হান কাওছার উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি শিরিনা খাতুন বিথি।

সভার শুরুতে জাতীয় সংগীত ও এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভার পূর্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের উপর নির্মিত ২৭ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন সংগীত পরিবেশন করেন জাতীয় কবি নজরুল ইনস্টিটিউটের শিল্পীরা।

leave a reply