বিএনপি-জামায়াতের ডাকা হরতালে রাজধানীতে আগুন নেভানোর কাজে অংশ নেয়া ফায়ার সার্ভিসের গাড়িসহ প্রায় অর্ধশতাধিক পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি অবস্থায় বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা কেউ বলতে পারছে না। তবে বাসটিতে কোনো যাত্রী ছিল না। ঘটনাস্থলের কাছেই থাকা পুলিশ আগুন দেখে ছুটে এলেও কাউকে আটক করতে পারেননি বলে জানা গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটির আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে প্রায় বেশিরভাগ গাড়ি পুড়ে গেছে।
এদিকে রাজধানীর শাজাহানপুর ফ্লাইওভারের নিচে অগ্নিনির্বাপণ শেষে ফিরে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়িতে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা অগ্নি নির্বাপণকর্মীদেরও মারধর করে।শনিবার (২৮ অক্টোবর) রাতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এ ঘটনায় ফায়ার সার্ভিসের খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল ইসলাম এবং একই স্টেশনের চালক শরিফুল ইসলাম আহত হয়েছেন। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে তারা স্টেশনে ফেরত গিয়েছেন।
এদিকে বিএনপি হরতাল ডাকার পর রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে বলাকা পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া কমলাপুরে বিআরটিসি বাসেও আগুন দেয়া হয়ে। শনিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বাস দুটিতে আগুন দেয়া হয়।
এদিকে মোহাম্মদপুরে স্বাধীন পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায় সকাল সাড়ে ৫টার দিকে তিনজন ব্যক্তি আসে। তাদের মধ্য থেকে একজন পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা একজনকে আটক করে। বর্তমান সে মোহাম্মদপুর থানায় রয়েছে।
বিএনপি-জামায়াতের ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ভোর ৬টা থেকে শুরু হওয়া কর্মসূচি শেষ হবে সন্ধ্যা ছয়টায়। তবে এখন পর্যন্ত হরতালের সমর্থনে মিছিল-সমাবেশের কোনো খবর পাওয়া যায়নি। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে ‘পুলিশের হামলার প্রতিবাদে’ বিএনপি এই হরতাল ডাকে। পরে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম সন্ধ্যায় এক বিবৃতিতে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন। গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালে সমর্থন দিয়েছে।
এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক আগুনের ঘটনার সংবাদ পাওয়া গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।