দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনে এবার দলীয় কোনও প্রার্থী দেয়নি জাতীয় পার্টি (জাপা)।
সোমবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে নির্বাচন উপলক্ষ্যে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এসময় ২৮৭ আসনে প্রার্থী ঘোষণা করেন তিনি। বাকি ১৩টি সংসদীয় আসন ফাঁকা রাখা হয়েছে। এরমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনটিও রয়েছে।
গোপালগঞ্জ-৩ ছাড়াও জাতীয় পার্টির ফাঁকা রাখা আসনগুলো হচ্ছে- শেরপুর-২, ময়মনসিংহ-৪, ফরিদপুর-২, ফরিদপুর-৪, শরীয়তপুর-১, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৩, মৌলভীবাজার-৪, হবিগঞ্জ-২, লক্ষ্মীপুর-৪, চট্টগ্রাম-১০ ও চট্টগ্রাম-১১।