পাবনার সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস মারা গেছেন

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য, বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ঈশ্বরদী প্রেসক্লাবের আজীবন সদস্য, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রজিউন)।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃতুকালে বয়স হয়েছিলো ৭৪ বছর।  তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ভাগনে ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ মঞ্জুর রহমান বিশ্বাসের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিকসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত ছিলেন। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ ঈশ্বরদীতে নেয়া হয়। গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলা সলিমপুর ইউনিয়নের মিরকামারীতে বাদ আসর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তাকে।

তার মৃত্যুতে পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু ও ঈশ্বরদী প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

leave a reply