পল্লবী মেট্রোরেল স্টেশন চালু

চালু হল মিরপুরের পল্লবী মেট্রোরেল স্টেশন। সকাল আটটায় পল্লবী স্টেশনের গেইট খুলে দেওয়া হয়। রাজধানীর উত্তরা থেকে ছেড়ে আসা ট্রেনটি মিরপুরের পল্লবী হয়ে আগারগাঁও স্টেশনে পৌঁছাবে। চালুর প্রথমদিন যাত্রীর সংখ্যা ছিল খুবই কম।

গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উত্তরা থেকে আগারগাঁওয়ে মেট্রোরেল চালু হলেও এতদিন দু’টি স্টেশনে যাত্রীরা চলাচল করতে পারতেন। আজ থেকে পল্লবী স্টেশনে ট্রেন থামতে শুরু করেছে। এতে পল্লবী স্টেশনের যাত্রীরা সাত মিনিটে আগারগাঁও এবং ১০ মিনিটে উত্তরা পৌঁছাতে পারবেন।

ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক ইফতেখার হোসেন বলেন, ‘প্রথম দিনের শুরুতে পল্লবী স্টেশনে যাত্রীর সংখ্যা কিছুটা কম। দিন বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বাড়বে।’

পল্লবী স্টেশন চালুর হওয়ার কারণে যাতায়াত ব্যবস্থা সহজ হবে তাই যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। স্টেশনে প্রথম দিন যাত্রীদের লাল গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

leave a reply