নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফ উদ্দিনকে মরণোত্তর সম্মাননা দিয়েছে ইন্সটিটিউট অব ইনফরমেশন সাইন্সেস। মঙ্গলবার বিকেলে হাজী মোহাম্মদ ইদ্রিস আলী অডিটোরিয়ামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইএসএলএম বিভাগের ফেয়ারওয়েল অনুষ্ঠানে তাকে সম্মাননা দেওয়া হয়।
নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর কিডনি রোগে মৃত্যুবরণকারী সাইফ উদ্দিনের বাবার হাতে সম্মানা ক্রেস্ট তুলে দেন। এসময় তিনি বলেন, সাইফ উদ্দিন আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তাকে এত দ্রুত আল্লাহর কাছে চলে যেতে হবে আমরা ভাবতে পারিনি, আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
ফজলে এলাহী ফুয়াদের সঞ্চালনায় আইআইএস এর ডিরেক্টর ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো: দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।
এছাড়াও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান, বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউটের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীরা।
আইআইএস এর প্রথম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাইফ উদ্দিনের পরিবারের সদস্যদের হাতে তার অন্য সহপাঠীদের মতো তার জন্যও গ্র্যাজুয়েট ক্রেস্ট প্রদান করা হয়।
সাইফ উদ্দিন নোবিপ্রবির আইআইএস এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী থাকা অবস্থায় করোনা মহামারির সময় কিডনি রোগে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৯ আগস্ট রাজধানীর মুগদা হাসপাতালে মৃত্যবরণ করেন।