নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো এই আয়োজন করে নোবিপ্রবি বিজনেস ক্লাব। বুধবার সকাল সাড়ে ১০টায় হাজী মো: ইদ্রিস অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম।
অনুষ্ঠানে ব্যবসায় অনুষদের চেয়ারম্যান ও সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. এস.এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল বাকী। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, আবুল খায়ের গ্রুপ, মেঘনা গ্রুপ ও প্রাণ কোম্পানির নিয়োগকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল বাকী বলেন, ‘পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আশাবাদী বিজনেস ক্লাব তাদের সেই দায়িত্ব যথাযথ ভাবে পালন করবে।’
উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম।বলেন, ‘আমাদের দেশের শিক্ষাক্রম অনুযায়ী পড়াশোনা শেষ করার পর শিক্ষার্থীরা চাকরিতে অংশগ্রহণ করার ক্ষেত্রে অভিজ্ঞতা কম থাকায় তারা ভয় পায় আবার বিড়ম্বনা পোহাতে হয় তাদের। বিজনেস ক্লাব সকল শিক্ষার্থীকে অংশগ্রহণ করার সুযোগ দেয়ায় সেটি চাকরি প্রত্যাশীদের জন্য কল্যাণজনক হবে।’
সংগঠনটির সভাপতি কাজী আল আমিন বলেন, ‘নোবিপ্রবি ঢাকা থেকে দূরবর্তী স্থানে অবস্থিত হওয়া সত্ত্বেও কোম্পানিগুলো সাড়া দেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে। প্রথমবারের মতো তিনটি কোম্পানি আসলেও ভবিষ্যতে ত্রিশটির অধিক আসবে বলে আশাবাদ প্রকাশ করেন।’
ফেস্টিভ্যাল উপলক্ষে নোবিপ্রবি প্রশাসনিক ভবন সংলগ্ন গোলচত্বরে প্রাণ, মেঘনা গ্রুপ ও আবুল খায়ের গ্রুপের নিয়োগকর্তাগণ চাকরি প্রত্যাশীদের সিভি নিয়ে তাদের সাক্ষাৎকার গ্রহণ করেন।ক্যারিয়ার ফেস্টিভ্যালে ১৭০০ জনের কাছে সিভি গ্রহণ করা হয়েছে। উল্লেখ, গ্রাজুয়েট, অ্যাফেয়ার্ড এবং ফাইনাল ইয়ার বিভিন্ন ক্যাটাগরিতে সিভি সংগ্রহের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিতদেরকে পরবর্তীতে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ দান করা হবে।