নোবিপ্রবিতে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিভিন্ন কর্মসূচি।

মঙ্গলবার সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে শোক শোভাযাত্রা বের হয়ে জয় বাংলা চত্বর ঘুরে কেন্দ্রীয় শহিদ মিনারে  গিয়ে শেষ হয়। এরপর সেখানে ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। এরপর উপাচার্য মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাহাত্ম্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, রক্ত দিয়ে অর্জন করা এ ভাষার যথাযথ মর্যাদা রক্ষায় আমাদের কাজ করতে হবে সকলকে একসাথে।

এই সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল বাকী, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

এরপর বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, হল প্রশাসন ও সামাজিক সংগঠন শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। 

leave a reply