জাতীয় সংসদ নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও ভূমিকা থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশ বাহিনী, আনসার, বিজিবি, কোস্ট গার্ড প্রস্তুত আছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচনে কোনও ভূমিকা থাকবে না বলে জানান তিনি।
রোববার (২৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা টেরি এল ইসলের নেতৃত্বে আসা ৪ সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আবাধ, নিরপেক্ষ, ভীত মুক্ত নির্বাচন পরিচালনার সব ধরনের প্রস্তুতি আছে জানিয়ে এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাউকে বদলি ও পদায়ন করতে পারবে না। সে ক্ষমতা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণেই থাকবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথেই নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা চলে যাবে। নির্বাচন সুষ্ঠুভেবে সম্পন্ন করতে এক মিলিয়নের মত সাহায্যকারী জনবল প্রস্তুত আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
নির্বাচনী সহিংসতা রোধে সক্ষমতার প্রশ্নে মন্ত্রী জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে। কেউ এখানে সহিংসতা করে পার পাবে না। শান্তিপ্রিয় জনগণ এটা হতে দেবে না। পেশাদার আইনশৃঙ্খলা বাহিনী যেকোন পরিস্থিতি মোকাবিলা ও নিয়ন্ত্রণে সব ধরনের সক্ষমতা রয়েছে। কাজেই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আলোচনার কোন প্রশ্নই আসে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আমেরিকার ভিসা নীতি সম্পর্কে সম্মিলিত জানতে চাইলে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এটা তাদের নিজস্ব ব্যাপার।
গয়েশ্বর রায় ও আমানুল্লাহ আমান প্রসঙ্গে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাদের তাৎক্ষণিক মানবিকতার কথা ভেবে হাসপাতালে নেয়া হয়েছিল। এখানে, অন্য কিছু ব্যাখ্যা করার সুযোগ নেই। মানবিকতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রেও ও সে বিষয়কেই গুরুত্ব দিয়েছেন।
এসময় শনিবারের কর্মসূচিতে বিএনপির-পুলিশ সংঘর্ষের ইস্যুতেও নিজ মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, গতকালের সহিংসতার ঘটনায় ৭ শ এর অধিক দুষ্কৃতিকারীকে হাতে নাতে ধরা হয়েছে। জনগণও পুলিশকে যথাসম্ভব সাহায্য করেছে। কাউকে ছাড় দেয়া হচ্ছে না। ২০১৪ ও ১৫ সালের মতো জ্বালাও-পোড়াও করতে চাইলে, তা সহ্য করা হবে না বলে এসময় সাফ জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।