নির্বাচনে বিশেষ কোনো দলের অংশগ্রহণ বাধ্যতামূলক না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নির্বাচনকে গ্রহণযোগ্য করতে বিশেষ কোন দলের অংশগ্রহণ বাধ্যতামূলক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

মঙ্গলবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফররত কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং-এ তিনি এ কথা বলেন।

বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডকে কটাক্ষ করে এম শাহরিয়ার আলম বলেন, সব দলের অংশগ্রহণ নির্বাচনের সৌন্দর্য বাড়ায়। তবে, একটি সন্ত্রাসী রাজনৈতিক দল যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশের গঠনতন্ত্রে ও সংবিধানে বিশ্বাস করে না; এ রকম কাউকে দিয়ে লোক দেখানো বা শোভাবর্ধনেরও প্রয়োজন নেই।

নির্বাচনকে গ্রহণযোগ্য করতে কোনো একটি বা বিশেষ কোনো দলের অংশগ্রহণ বাধ্যতামূলক নয় বলেও সাব জানিয়ে দেন প্রতিমন্ত্রী।

বিস্তারিত আসছে…