নির্বাচনের আগেই ট্রাম্পের বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরুর নির্দেশ

আগামী বছরের নভেম্বরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রে। তবে এর আগেই রাষ্ট্রীয় গোপন নথি অব্যবস্থাপনার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা মামলার বিচার কার্যক্রম শুরুর আদেশ দিয়েছেন দেশটির আদালত। স্থানীয় সময় গতকাল শুক্রবার ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অ্যাইলেন ক্যানন জানান, ২০২৪ সালের ২০ মে মামলাটির বিচারপ্রক্রিয়া শুরু করা হবে।

পরের মার্কিন নির্বাচনে ট্রাম্পকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যে নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন ট্রাম্ট। তবে ভোটের লড়াইয়ের কয়েক মাস আগে প্রচারণার সময় বিচারপ্রক্রিয়া শুরুর বিষয়টি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দেশটির সরকারি নিয়ম অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টদের আবশ্যিকভাবে তাঁদের সব নথি ও ই-মেইল কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল আর্কাইভে জমা দিতে হয়। কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর ট্রাম্প অনেক গোপন নথি হোয়াইট হাউস থেকে তাঁর ফ্লোরিডার বাড়িতে সরিয়ে নেন। ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়ে বেশ কিছু গোপন নথি উদ্ধার করে এফবিআই। এসব নথির মধ্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচির গোপন নথিও ছিল। পরে ট্রাম্পের বিরুদ্ধে মায়ামির আদালতে মামলা হয়। এ মামলায় আদালতে দোষী সাব্যস্ত হলে তাঁর ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

যদিও প্রসিকিউটররা চলতি বছরের ডিসেম্বরে মামলাটির কার্যক্রম শুরুর পক্ষে ছিলেন। তবে ট্রাম্পের অ্যাটর্নি আগামী বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যাওয়ার পর বিচার শুরুর অনুরোধ করেছিলেন। ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় বিচারক পদে নিয়োগ পেয়েছিলেন ক্যানন।

leave a reply

Reendex

Must see news