নিউজিল্যান্ড দলে ফিরেছেন বোল্ট-জেমিসন

সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আর এই সিরিজ দিয়ে দীর্ঘ ১ বছর পর কিউইদের ওয়ানডে দলে ফিরছেন পেসার ট্রেন্ট বোল্ট। বিগ ব্যাশ খেলতে গত বছর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন ট্রেন্ট বোল্ট। এর পর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন বাঁহাতি এই পেসার। তবে ইংলিশদের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে তার উপর আস্থা রেখেছে এনজেডসি। সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ডের ঘোষণা করা ১৫ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন বোল্ট।

এ বছরের শুরুতে বোর্ডের সঙ্গে ‘খেলার অনিয়মিত চুক্তি’ করেন বোল্ট। সেই সুবাদেই দলে ফিরেছেন তিনি। সাদা বলে তিনি বেশ কার্যকরি হওয়ায় ভারতে অনুষ্ঠতব্য ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডেও তার থাকার সম্ভাবনা আছে। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড এ নিয়ে বলেছেন, ‘ট্রেন্টের ওয়ানডে দলে ফেরাটা দুর্দান্ত ব্যাপার, সে বিশ্বকাপের প্রস্তুতিও নিচ্ছে।’ সেই সাথে ইংলিশদের বিপক্ষে সিরিজটি নিয়ে বেশ আশাবাদী কিউইদের প্রধান কোচ। তিনি বলেন, ‘ইংল্যান্ড সাদা বলে অনেক দিন ধরেই খুব ভালো দল। বিশ্বকাপের আগে আমরা তাদের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে ভালো করতে চাই।’

বোল্টের পাশাপাশি পিঠের চোট কাটিয়ে ফিরছেন আরেক পেসার কাইল জেমিসনও। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে ইংল্যান্ড সফরে দলের সঙ্গে থাকবেন গত এপ্রিলে লিগামেন্টের চোটে পড়া কেইন উইলিয়ামসনও। সেপ্টেম্বরের শুরুতে ইংল্যান্ডের মাটিতে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপর ৮ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে চার ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। আর ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামবে ‘ব্ল্যাক ক্যাপস’রা। সেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ইংল্যান্ড সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দল:

টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও উইল ইয়াং।

2 Comments

  • Wow, incredible blog layout! How long have you ever been blogging for?

    you make running a blog look easy. The overall look of your website is great, let alone the content!
    You can see similar here dobry sklep

  • Hey there! Do you know if they make any plugins to help with SEO?
    I’m trying to get my website to rank for some targeted keywords but I’m not seeing very good gains.
    If you know of any please share. Many thanks!
    I saw similar article here: GSA Verified List

leave a reply

Reendex

Must see news