চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে নিহত রনি বর্মণের পরিবারের সাথে দেখা করেছেন বিএমডিএ এর চেয়ারম্যান বেগম আখতার জাহান। রোববার সকালে নাচোল উপজেলার নেজামপুর গ্রামের গিয়ে নিহত রনি বর্মণের পরিবারের সাথে দেখা করে শোকসমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এসময় রনি বর্মণের পরিবারকে সহায়তার আশ্বাস দেন বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান। বলেন, রনি বর্মণের ছোট ভাইয়ের পড়াশোনা চালিয়ে যেতে এবং ভবিষ্যতে তার কর্মসংস্থানের জন্য সহযোগিতার করবেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএমডিএ অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নুর ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ মামুনুর রশিদ, সহকারী প্রকৌশলী রেজাউল করিম, আব্দুস সালাম নেজামপুর উচ্চ বিদ্যায়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম, অরুণ বর্মন বাদলসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
গত ২৬ এপ্রিল মানসিক প্রতিবন্ধী যুবক রনি বর্মণ গভীর নলকূপের ওই এলাকায় ঘোরাঘুরির সময় বিএমডিএ’র পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের মধ্যে পড়ে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পাঁচ ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে।