নবীন শিক্ষার্থীদের বরণ করলো ইবি’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তাদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিভিন্ন উপহার সামগ্রী ও একাডেমিক সিলেবাস প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক শিরিনা খাতুন। আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন, সহকারী অধ্যাপক রিপোনুজ্জামান, সহকারী অধ্যাপক ওবায়দুল হক, প্রভাষক হাবিবুর রহমানসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক শিরিনা খাতুন নবীনদের উদ্দেশ্যে বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলকাজের সাথে নিজেদের যুক্ত রাখতে হবে। আর র‍্যাগিং এবং মাদককে না বলতে হবে। পড়াশোনার মাধ্যমে বাবা মা এবং সর্বোপরি দেশের উন্নয়ন এ ভুমিকা রাখতে হবে।

এ সময় নবীন শিক্ষার্থীদের প্রতি বিভাগের শিক্ষকবৃন্দ দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন।

leave a reply