জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘ইয়ুথ ফেস্ট-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা সমাপনী কার্যক্রমের অংশ হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভগের ৯ম ব্যাচের শিক্ষার্থীরা এই ফেস্টের আয়োজন করে।
সোমবার (১৩ নভেম্বর) শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে ফেস্ট উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তঃযোগাযোগ, হৃদ্যতা তৈরি হয় সেটি পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করে। নতুনদের দায়িত্ববোধ বৃদ্ধি পায়।’
তিনি আরও বলেন, ‘ফিন্যান্স বিভাগ থেকে পড়াশুনা করা শিক্ষার্থীদের ক্যারিয়ারে সফল হবার প্রচুর সম্ভবনা রয়েছে। মাল্টিন্যাশনালসহ দেশের নানা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এ বিভাগের শিক্ষার্থীদের ব্যাপক সম্ভবনা রয়েছে। তারা আমাদের আর্থ সামাজিকখাতে অবদান রাখতে পারবে। তাই এ ফ্যাকাল্টির তরুণদের আহ্বান জানাব আপনারা এ ফ্যাকাল্টি থেকে পড়াশোনা শেষ করে আপনার জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূ্মিকা পালন করবেন।’
শিক্ষা, গবেষণা ও উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষেদর ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান। স্বাগত বক্তব্য দেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও ৪১ তম বিসিএস-এর পররাষ্ট্র ক্যাডারে (সুপারিশপ্রাপ্ত) ইমরান আহমেদ শাকির।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইয়ুথ ফেস্ট উপলক্ষ্যে দিনব্যাপী ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে৷ সকালে শোভাযাত্রার মাধ্যমে তাদের এই ফেস্টের কর্মসুচি শুরু হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ প্রাঙ্গণে ফ্ল্যাশ-মবেরও আয়োজন করা হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলায় মাঠে অনুষ্ঠিত কনসার্টে জনপ্রিয় ব্যান্ড দল সোনার বাংলা সার্কাস, তরুণ ব্যান্ড ও বিমূর্ত ব্যান্ডের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গান ও নাচ পরিবেশন করে।