বুধবার প্রথম সেমি ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ফাইনালে ভারতের সঙ্গী হওয়ার লক্ষ্যে আজ (১৬ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া। আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়া অধিনায়ক বাভূমা।
নেদারল্যান্ডসের কাছে অপ্রত্যাশিত হার এবং ভারতের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতা বাদ দিলে নয় ম্যাচে সাত জয়ে চলতি বিশ্বকাপে দুর্দান্ত প্রোটিয়ারা। অপরদিকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপটা শুরু হয়েছিল খুবই বাজেভাবে। প্রথম দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়েছিল অজিরা। তবে এরপর টানা সাত জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে কামিন্সের দল।
চলতি বিশ্বকাপে মুখোমুখি দেখায় অজিদের বিপক্ষে ১৩৪ রানের দাপুটে জয় পেয়েছে টেম্বা বাভুমার দল। বড় জয়ের সুখস্মৃতি নিশ্চিতভাবেই অনুপ্রাণিত করবে প্রোটিয়াদের। অপরদিকে টানা সাত জয়ে প্রবল আত্ববিশ্বাস নিয়ে মাঠে নামবে অজিরা। সব মিলিয়ে একটি হাই ভোল্টেজ ম্যাচ আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।
৫০ ওভারের ক্রিকেটে এই পর্যন্ত ১০৯ বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া- সাউথ আফ্রিকা। যার মধ্যে ৫৫ ম্যাচে জয় পেয়েছে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ার জয় ৫০ ম্যাচে। তিনটি ম্যাচ টাই হয়েছে। একটি ম্যাচে কোনো ফল আসেনি।
এই দুই দল বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ৭ বার। যেখানে দুই দলই তিনটি করে ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচ টাই হয়েছে। ১৯৯৯ সালের বিশ্বকাপে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ম্যাচটি টাই হওয়া সত্বেও পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় ফাইনালের টিকিট পেয়েছিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া একাদশ: ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডাসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, জেরাল্ড কুটসিয়া, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি।