টানা তৃতীয়বারের মত লিগ চ্যাস্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংসের নারীরা। শুক্রবার আতাউর রহমান মানিক ভূইয়া স্পোর্টিং ক্লাবকে তারা হারিয়েছে ২-০ গোলে। এরমধ্য দিয়ে টানা তৃতীয়বারের মত চ্যাস্পিয়ন হল সাবিনা খাতুনের দল। ম্যাচের শেষ বাশি বাঁচতেই উল্লাসে মেতে উঠে কিংসের নারীরা। আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে গ্যালারিতেও।
কমলাপুর স্টেডিয়ামে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকা দুই দলের লড়াইটা জমে উঠেছিল ম্যাচের প্রথম মিনিট থেকেই। দুই দলই আক্রমণ পাল্টা আত্রমণে চেষ্টা করেছে গোল করতে। প্রথমার্ধে কিছুটা ধীর গতির ফুটবল খেললেও সুযোগ এসেছিল কিংসের। তবে গোল হয়নি ফরোয়ার্ডদের ভুলে। কম যায়নি আতাউর রহমান স্পোর্টিং ক্লাবও। তারাও ভুল করায় ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবেই।
ম্যাচের দ্বিতীয়ার্ধে গতি বাড়ায় কিংস। প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে একের পর এক আক্রমণ করে সাবিনারা। ম্যাচের ৮১ মিনিটে মেলে গোলের দেখা। ডিফেন্ডার শিউলি আজিমের স্কোরে এগিয়ে যায় কিংস। এরপর থেকেই আরও গতিময় ফুটবলে মনযোগী হয় সানজিদা আঁখিরা। টানা আক্রমণে বেসামাল হয়ে ডি বক্সে ফাউল করে বসে প্রতিপক্ষের ফরোয়ার্ডদের। এরপর পেনাল্টি পায় কিংস।
ম্যাচের শেষ মিনিটে স্পট কিক থেকে স্কোর করেন শামসুর নাহার। আবারও উল্লাসে মাতে কিংসের মেয়েরা। ম্যাচের অতিরিক্ত সময় গোল হয়নি। তাতেই টানা ১১ ম্যাচে অপারজিত থেকে লিগ শিরোপা জেতে বসুন্ধরারর দল।