তথ্য কমিশনার হলেন মাসুদা ভাট্টি ও শহীদুল আলম

সাংবাদিক মাসুদা ভাট্টি এবং অবসরপ্রাপ্ত বিচারক শহীদুল আলম ঝিনুক তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে। তথ্য অধিকার আইনের ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাদের ওই পদে নিয়োগ দিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

সাংবাদিক মাসুদা ভাট্টি তথ্য কমিশনে সুরাইয়া বেগমের স্থলাভিষিক্ত হলেন। অন্য একটি পদ ফাঁকা ছিল, সেই পদে নিয়োগ পেলেন শহীদুল আলম।

বর্তমানে প্রধান তথ্য কমিশনার পদে রয়েছেন সাবেক সচিব আবদুল মালেক। তিনি আগে তথ্য কমিশনার ছিলেন। গত ২১ মার্চ তিনি প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ পাওয়ার পর তথ্য কমিশনারের একটি পদ ফাঁকা ছিল।

তথ্য কমিশনার পদে মাসুদা ভাট্টি ও শহীদুল আলমের নিয়োগের মেয়াদ পাঁচ বছর অথবা তাদের বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

শহীদুল আলম দশম বিসিএস ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে বিচার বিভাগে যোগ দেন। জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ হিসেবে মহা-পরিদর্শক, নিবন্ধন পদ থেকে গত জানুয়ারিতে অবসরোত্তর ছুটিতে যান তিনি। আর মাসুদা ভাট্টি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন।

leave a reply

Reendex

Must see news