আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার এখন ডেড ইস্যু। এটিকে আর জীবিত করার চেষ্টা করে কোন লাভ নেই। মৃত এই ইস্যু জীবিত করতে চায় বিএনপি। ২২ নভেম্বর দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, বিশ্ব সংকটের জন্য সরকার একটু বিপদে পড়েছে। এতে সাধারণ মানুষ কষ্টে আছে এটাকে পুঁজি করে বিএনপি রাজনীতি করছে। তাদের আর কোন পুঁজি নেই। তারা সরকারের পতন চায়, অথচ সারা বিশ্বে এই সংকট আমাদের চেয়ে অনেক বেশি।
ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দ্যেশ্য করে আরও বলেন, জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি। জঙ্গিবাদকে মদদ দিয়েছে তারা, সৃষ্টি করেছে তারা, অথচ আমাদেরকে এখন জঙ্গিবাদী বানানোর চেষ্টা করছে। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করছি। আদালতে কারা জঙ্গিদের ছিনিয়ে নিয়েছে, সেটার তদন্ত চলছে। অপেক্ষা করুন, তদন্তে বের হয়ে আসবে।
এসময় ওবায়দুল বলেন, আগামী ডিসেম্বর মাসে খেলা হবে। খেলা হবে বিএনপির সাথে, আন্দোলনে খেলা হবে। ভোট চোরদের সাথে, জলিয়াতি, দুঃশাসন, দুর্নীতিবাজ, জঙ্গিবাদ, হাওয়া ভবন বানিয়ে যারা টাকা লুট করে বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে। বিএনপি নাকি আমাদের বিরুদ্ধে খেলতে চায়। লক্ষ্মীপুরবাসী প্রস্তুত থাকুন, ডিসেম্বরকে কেন্দ্র করে অপশক্তি মাঠে নেমেছে। তাদের বিরুদ্ধে সবাই সজাগ থাকুন।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিশেষ বক্তা লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, এম এ মমিন পাটওয়ারীসহ অনেকে।