এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে টাইগার বাহিনী। আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েছে তারা। ফলে দ্বিতীয় দল হিসেবে এই টুর্নামেন্টের সুপার ফোরে উঠেছে টাইগাররা।
বাংলাদেশের দেয়া ৩৩৫ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই ইনফর্ম ব্যাটার রাহমানুল্লাহ গুরবাজকে হারায় আফগানিস্তান। তবে এরপর দুই ব্যাটার ইব্রাহীম জাদরান এবং রহমত শাহ একটি বড় জুটি গড়ে আফগানদের লড়াইয়ে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখেন। তবে দলীয় ৭৯ রানেই রহমত শাহকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ।
এরপর ওপেনার ইব্রাহীম জাদরানকে নিয়ে আরেকটি জুটি গড়ার চেষ্টা করেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। তবে দলীয় ১৩১ রানে জাদরানকে (৭৫) মাঠছাড়া করেন হাসান। এরপর আর কোনও বড় জুটি গড়তে পারেনি আফগানরা। তাসকিন, শরীফুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলীয় ২৪৫ রানে থেমে যায় আফগানদের যাত্রা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
এর আগে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দুই ব্যাটার মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত’র জোড়া সেঞ্চুরিতে ৩৩৪ রানের বিশাল স্কোর করে বাংলাদেশ দল।
shv4cq