বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ৪৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৭ মার্চ রাত সাড়ে আটটায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছর এই কমিটির কার্যকর থাকবে।
নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জহির ফয়সাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী জিসান মাহমুদকে।
কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন রাসেল আহমেদ, নিরব হোসাইন, ফয়সাল আহমেদ, ইমতিয়াজ জোবায়ের, অলি হাসান বাপ্পি, তুহিন প্রামাণিক ও আবু জাফর।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন এম এ নিশাত, খালিদ মাহমুদ তন্ময়, মো. আদিব হাসান এবং রাশেদ শাহ সজীব। সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন ইকবাল হোসাইন। সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আবু বকর, গাজী জহির, আশিকুজ্জামান আশিক এবং রোহান উদ্দিন।
এছাড়া দফতর সম্পাদক সিফাত মাহমুদ, উপ-দফতর সম্পাদক ইমু হোসাইন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক দীন মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মো. রহমান, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা কার্যক্রম সম্পাদক মোহাম্মদ রনি, তথ্য ও গবেষণা সম্পাদক আহমেদ সাজিদ, সমাজকল্যাণ সম্পাদক রাজু আহমেদ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফ, পাঠচক্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক সুমন জামান, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক তুরান হোসাইন, সাহিত্য সম্পাদক রকি মোহাম্মদ।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহজালাল ফারাবী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাজিরুল ইসলাম, প্রচার সম্পাদক আরিফ হোসাইন, মিডিয়া সম্পাদক ফরহাদ রেজা, পরিবেশ বিষয়ক সম্পাদক সানজিদ হোসাইন, পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ মামুন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক বাপ্পি হোসাইন, বিজ্ঞান সম্পাদক রাজন হোসাইন, বিতর্ক সম্পাদক গাজী আনাম, সংস্কৃতি সম্পাদক রাশেদ আহমেদ, প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন, ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, কার্যকরী সদস্য শাজাহান আলী, মাহাদী আব্দুল্লাহ, মুহিব্বুল্লাহ।