জাবির ষষ্ঠ সমাবর্তনের রেজিস্ট্রেশন চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত

আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন। এদিন বিকেল সাড়ে তিনটায় শুরু হবে সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে সমাবর্তন উপলক্ষ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে, চলবে ১০ ফেব্রুয়ারি বিকেল চারটা পর্যন্ত।
শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালে অনুষ্ঠিত ৫ম সমাবর্তনে যে সকল বিভাগের স্নাতক (সম্মান), স্নাতকোত্তর, এম. ফিল. পিএইচ. ডি. ও উইকেন্ড/ইভেনিং প্রোগ্রামের ডিগ্রির ফলাফল প্রকাশিত হয়নি ও অদ্যবধি যে সকল বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে এবং চলতি বছরের ৫ ফেব্রুয়ারি মধ্যে এম. ফিল, পিএইচ. ডি ও ৭ ফেব্রুয়ারি মধ্যে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর, ও উইকেন্ড/ইভেনিং প্রোগ্রামের যে সকল বিভাগের ফলাফল প্রকাশিত হবে শুধুমাত্র তারাই ৬ষ্ঠ সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য convocation.juniv.edu ওয়েবসাইটে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। সমাবর্তনে প্রতি ডিগ্রির জন্য পৃথকভাবে আবেদন ও নিম্নরূপ রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।

স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি পৃথকভাবে ২ হাজার ৫০০ টাকা, স্নাতক ও স্নাতকোত্তর (উভয় ডিগ্রি একত্রে) ৪ হাজার টাকা, এম. ফিল. ডিগ্রি ৬ হাজার টাকা, পিএইচ. ডি ডিগ্রি ৭ হাজার টাকা, ও উইকেন্ড/ইভেনিং কোর্সের জন্য ৮ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।


leave a reply