জাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর ছাত্রলীগের  হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রগতিশীল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে হামলাকারীদের শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।

মানবন্ধনে ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক কনৌজ কান্তি রায় বলেন, ক’দিন পরপরই বিশ্ববিদ্যালয়ে মারামারি হয়। কিন্তু  প্রশাসনের কোনও নড়াচড়া দেখিনা। তারা কোনও পদক্ষেপ নিতে পারে না। প্রশাসনের অলসতার নিন্দা জানিয়ে তিনি বলেন, গুন্ডামি ও সন্ত্রাসী দূর করে নিরাপদ ক্যাম্পাস চাই।’

এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশফাক রহমান নবীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অস্ত্র থাকে। কারা অস্ত্র রাখে তা সবারই জানা। পান থেকে চুন খসলেই আগ্নেয়াস্ত্র সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এতে সাধারণ শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্থ হয়। অবাক করা বিষয় প্রশাসন কখনো ভ্রুক্ষেপ করে না এইসব অস্ত্র নিয়ে। গণরুমে নির্যাতন হয় কিন্তু প্রশাসনের ন্যুনতম পদক্ষেপ দেখতে পাই না। তার প্রমাণ সাংবাদিকদের ওপর হামলা।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের প্রতি দমনমূলক আচরণের কোনও সুরাহা হয় না। ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বারবার সাংবাদিকদদের লাঞ্চনা, নিপীড়ন করছে। এই অনিরাপদ ক্যাম্পাসকে নিরাপদ করতে আমাদের ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।’

এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নেয়া হলে মানববন্ধন থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

গত বুধবার (২২ মার্চ) রাত সাড়ে আটটায় 
বিশ্ববিদ্যালয়ের বটতলায় দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্যদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনের সড়কে দেশীয় অস্ত্রসহ অবস্থান নেন ওই হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাদের হাতে রড, রামদা, লাঠি দেখা যায়। এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে দূর্বৃত্তরা সাংবাদিকদের উপর চড়াও হয়। এতে এই দুজন সাংবাদিক আহত হন। আহত দুজন হলেন, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী ও ডিবিসি নিউজ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও দ্য বাংলাদেশ টুডে’র  বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়ের আহমেদ।

leave a reply