জাপোরিঝঝিয়ার একটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেন

রুশ বাহিনির কাছ থেকে ইউক্রেনের জাপোরিঝঝিয়ার দক্ষিণাঞ্চলীয় একটি গ্রাম পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছে ইউক্রেন। দেশটির এই দাবি স্বীকার করেছেন অঞ্চলটিতে নিযুক্ত রাশিয়ার এক কর্মকর্তাও। চলতি মাসের শুরুতে অঞ্চলটিতে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেন পাল্টা হামলা শুরু করার পর এটি কিয়েভের দ্বিতীয় অর্জন।

ভ্লাদিমির রোগোভ নামের রুশ ওই কর্মকর্তা বলেন, রাশিয়ার হামলার মধ্যেই পিয়াতিখাতকি গ্রামটি দখলমুক্ত করেছে ইউক্রেনীয় বাহিনী। তিনি মন্তব্য করেন, ‘ঢেউয়ের মতো’ আক্রমণ চালিয়ে শত্রুপক্ষ ফল পেয়েছে। যদিও এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেখানে এখনো ব্যাপক সংঘর্ষ চলছে।’

তবে এ ব্যাপারে ইউক্রেনের আনুষ্ঠানিক কোনও বক্তব্য জানা যায়নি। বার্তা সংস্থা রয়টার্সও যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি আলাদাভাবে যাচাই করতে পারেনি।

গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, পাল্টা হামলা চালিয়ে ইউক্রেনের সফল হওয়ার কোনও সুযোগ নেই। তবে পাল্টা আক্রমণকেই নিজেদের কৌশল হিসেবে নিয়েছে কিয়েভ।

এর আগে জাপোরিঝঝিয়ার পিয়াতিখাতকি–সংলগ্ন লবকোভে গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছিল ইউক্রেন।

leave a reply