চুরি হওয়া নবজাতক উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ার্ড থেকে তিনদিন বয়সী চুরি হওয়া নবজাতক আব্দুল্লাহকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) রাতে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেলের ১০৬ নম্বর ওয়ার্ড থেকে একজন নারী বাচ্চাটিকে চুরি করে নিয়ে যান। পরে সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কামরাঙ্গীরচর থেকে রাতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাচ্চাটিকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি হারুন অর রশিদ। চুরির ঘটনায় ৩১ আগস্ট শিশুটির বাবা হিরণ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন।

গত ২৬ আগস্ট ঢামেকে রাজধানীর মিরপুর রূপনগরের বাসিন্দা শাহিনা ছেলে সন্তান জন্ম দেন। পরে ৩১ আগস্ট দুপুরে হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে ঘুমন্ত শাহিনার পাশ থেকে চুরি হয় তার তিনদিন বয়সী সন্তান আব্দুল্লাহ।

leave a reply

Reendex

Must see news