চুয়াডাঙ্গার দামুড়হুদায় হাওয়া দেয়ার সময় পাওয়ার টিলারের চাকা ফেটে আব্দুর রহিম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ২৩ নভেম্বর দুপুর ১টার দিকে উপজেলার রঘুনাথপুর বাজারের মন্ত্রী ওয়েলডিং মেশিনারিজ দোকানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আব্দুর রহিম দামুড়হুদা উপজেলার হাওলী ইউনিয়নের পুরাতন বাস্তবপুর গ্রামের ফকির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাওয়ার টিলারের চাকায় হাওয়া দিচ্ছিল কিশোর আব্দুর রহিম। এ সময় অতিরিক্ত হাওয়ার চাপে চাকাটি ফেটে গেলে গুরুতর আহত হয় সে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোকান মালিক সিরাজুল ইসলাম জানান, গত এক সপ্তাহ আগে আমার দোকানে কাজ শুরু করে আব্দুর রহিম। বুধবার দুপুরে আমি দোকানের ভিতরে কাজ করছিলাম। আব্দুর রহিম বাইরে একটি পাওয়ারট্রিলারের সামনের চাকায় হাওয়া দিচ্ছিল। এসময় অতিরিক্ত হাওয়ায় চাকাটি ফেটে গেলে আব্দুর রহিম ছিটকে পড়ে। এতে টিনের সাথে তার মাথায় আঘাত লাগে। পরে আমরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিসক ডা. তাসনিম আফরিন জ্যোতি জানান, আঘাতের কারণে আব্দুর রহিমের মাথার মগজ বের হয়ে যায়। হাসপাতালে আসার আগেই সে মারা যায়।