‘চীন যার বন্ধু তার শত্রুর দরকার হয় না’

"A China whose friend does not need an enemy"

চীন যার বন্ধু তার আর শত্রুর দরকার হয় না বলে মন্তব্য করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, চীন নিজেদের স্বার্থের বাইরে গিয়ে কাউকে কোনদিন সাহায্য করেনি। চীনের ঋণ ফাঁদে পড়ে শ্রীলঙ্কা ও পাকিস্তান ধ্বংসের পর্যায়ে চলে গেছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘চীনের উত্থান: উদ্বিগ্ন প্রতিবেশী’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী বাঙালিদের হত্যা করতে যেসব বুলেট ব্যবহার করেছে, তার সবই চীনের দেওয়া। সে সময় চীন আমাদের পাশে ছিল না। তারা ছিল পাকিস্তানের পক্ষে।

সম্প্রতি ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনের ইস্যু নিয়ে তিনি বলেন, সম্ভবত জি-২০ সম্মেলনে চীন ও রাশিয়া যাচ্ছে না। এর মাধ্যমে চীন ভারতের সঙ্গে তাদের সম্পর্কের আরও অবনতি ঘটাল। আসলে ভারত ও চীনের মধ্যে মানচিত্র নিয়ে বিরোধ রয়েছে।

leave a reply