চাপে নেই কমিশন, জনগণকে বিশ্বাস রাখতে হবে: ইসি রাশেদা

দেশের জনগণকে বিশ্বাস করতে হবে নির্বাচন কমিশনের কেউই কোনও দিক থেকে চাপে নেই বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। পাশাপাশি নির্বাচন কমিশনের ওপর আস্থা আনার বিষয়টিও বিএনপিকে মাথায় আনতে হবে বলে জানান তিনি।

রোববার (২০ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। দলীয় সরকারের অধীনে ভোট করায় কোনও ধরনের চাপ ছিল না বলে জানান এ নির্বাচন কমিশনার।

ইসি রাশেদা বলেন, আমরা এতগুলো ভোট করেছি, আমরা কোনও চাপ অনুভব করিনি। এখনও আমাদের মাথায় কোনও চাপ নেই। কিন্তু বাইরে থেকে মানুষ ধারণা করতে পারে এরকম-ওরকম চাপ রয়েছে। সত্যিকার অর্থে কোনও তরফ থেকে বলা হয়নি এরকম করে দেন, ওরকম করে দেন। কোনও দিক থেকেই কমিশনের কেউই চাপের মধ্যে নেই। এটা জনগণকে বিশ্বাস করতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা নিয়ে কমিশনের কিছু করার নেই। সবসময় বলি, বিশ্বাস করি, এসব প্রশমিত হয়ে আসবে। আলটিমেটলি একটা সুষ্ঠু নির্বাচন হবে। সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট করায় আমাদের চেষ্টা থাকবে নিরন্তর। ভোট মানেই চ্যালেঞ্জ। ইভিএমে হোক, ব্যালটেই হোক। চ্যালেঞ্জ উত্তরণে যা যা করা দরকার তা করার চেষ্টা করে যাচ্ছি। চ্যালেঞ্জ মোকাবিলার একটা বড় স্টেপ- দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল ছাড়া সবখানে ব্যালট পেপার যতটা সম্ভব সকালে পাঠানোর চেষ্টা করবো। এসব নিয়ে আমাদের চিন্তা-ভাবনা চলছে।

leave a reply