চট্টগ্রামে লিম্ফোমা রোগীর সফল বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সম্পন্ন

বন্দর নগরী চট্টগ্রামে সফলভাবে অটোলোগাস স্টেম সেল প্রতিস্থাপন সম্পন্ন করেছে এভারকেয়ার হসপিটালের চট্টগ্রাম শাখা।

৪৯ বছর বয়সী ‘টি সেল লিম্ফোমা’ (পিটিসিএল) আক্রান্ত একজন পুরুষ রোগীর দেহে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি) করেন ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ ও তার দল। এই প্রক্রিয়া সম্পন্ন হতে রোগীকে ১২ দিন হসপিটালে ভর্তি থাকতে হয়। বর্তমানে রোগী সুস্থ আছেন এবং তিনি ও তার পরিবার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর চিফ অপারেটিং অফিসার সামির সিং মুহূর্ত নিউজকে বলেন, চট্টগ্রামের চিকিৎসা খাতে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি) একটি মাইলফলক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই চিকিৎসার পর রোগীর শারীরিক অবস্থায় ইতিবাচক সাড়া দেখে আমরা সত্যিই অভিভূত। একইসাথে ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ ও তার দলের নিষ্ঠা এবং দক্ষতা এই সাফল্যের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর হেমাটোলজি ও বিএমটি সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ মুহূর্ত নিউজকে বলেন, লিম্ফোমা একটি কমন ব্লাড ক্যান্সার যেখানে শতকরা ৪০ জন রোগীর ক্ষেত্রে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন হয়ে থাকে।

তিনি আরও জানান, ক্যান্সার চিকিৎসায় স্টেম সেল প্রতিস্থাপন একটি যুগান্তকারী প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় রোগীর দেহ থেকে স্টেম সেল সংগ্রহ করে হাই-ডোজে কেমোথেরাপি প্রদান করা হয় এবং পরবর্তীতে সংগৃহীত স্টেম সেলগুলো পুনঃস্থাপন করা হয়৷

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট গত জানুয়ারী মাস থেকে চালু হয়েছে। খুব দ্রুতই চট্টগ্রামে এলোজেনিক বিএমটি শুরু হবে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।

leave a reply