ওমানের রাষ্ট্রপতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ, গাজায় সহিংতা বন্ধের আহ্বান এবং যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের উপর গুরুত্ব আরোপের বিবৃতির মাধ্যমে শেষ হয়েছে দোহায় অনুষ্ঠিত ৪৪তম গালফ সদস্যভুক্ত দেশগুলোর সম্মেলন।
ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ঐক্য, যৌথ প্রতিরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের ওপর আলোকপাত করা হয়েছে। এছাড়া সংহতি ও স্থিতিশীলতার জন্য সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে।
বিবৃতিতে কাউন্সিলের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য সাধনে অগ্রগতির প্রশংসা করে সাধারণ উপসাগরীয় বাজার প্রতিষ্ঠার প্রচেষ্টার নির্দেশ দেওয়া হয়েছে। এতে আঞ্চলিক শক্তি বৃদ্ধি ও নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের মৌলিক বিষয় নিয়েও আলোচনা করা হয়।
ঘোষণায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না করে ফিলিস্তিনে সংঘাত বাড়ানোর বিষয়ে সতর্ক করা করে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানানো হয়। বিশ্বজুড়ে আরব ও মুসলিমদের বিরুদ্ধে ক্রমবর্ধমান বর্ণবাদ এবং ঘৃণা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্পর্কে এর নেতিবাচক প্রভাব নিয়ে শঙ্কাও প্রকাশ করা হয়।