গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার (১০ ডিসেম্বর) কাতারের দোহা ফোরামে এক ভাষণে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো প্রদানের সমালোচনা করে তিনি বলেন, “ভূ-কৌশলগত বিভাজন” বিভাজনের কারণে সৃষ্ট জটিলতায় ফিলিস্তিন-ইসরাইলের মধ্যকার সংকট নিরসনে বিলম্বের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
আন্তোনিও গুতেরেস বলেন, ‘আমি একটি মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য আমার আবেদন পুনর্ব্যক্ত করছি, আমি প্রতিশ্রুতি দিতে পারি, আমি হাল ছাড়ব না।’
আমরা মানবিক বিপর্যয়ের গুরুতর ঝুঁকির মাঝে আছি, পরিস্থিতির ভয়াবহতার উপর জোর দিয়ে গুতেরেস বলেন, ‘পরিস্থিতির দ্রুত ধ্বংসের দিকে যাচ্ছে। সামগ্রিকভাবে যার প্রভাব ফিলিস্তিনের এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় অপূরণীয় ক্ষতি স্বাধন করবে।’
চলতি বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গত দুই মাসে ইসরাইলী হামলায় ১৭,০০০ এর বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৪৬,০০০। আর বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১.৯ মিলিয়ন ফিলিস্তিনি নাগরিক।