গণহত্যা দিবসে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় গণহত্যা দিবসে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্বলন করেছে ছাত্রলীগ। শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টায় গণহত্যায় শহিদদের স্বরণে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন করেন সংগঠনটির। এর আগে রাত ১০টার দিকে জিয়া মোড় এলাকা থেকে গণহত্যাবিরোধী আলোর মিছিল বের হয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে এসে শেষ হয়। 

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে প্রায় কয়েকশো ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। 

ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আমরা গভীর শ্রদ্ধায় স্বরণ করি ঐ রাতে নিহত শহিদদের সেই সাথে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি সকল নরপিশাচদের।

leave a reply