২০২৩-২৪ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে এখনো অপরাজিত দল আবাহনীর শিরোপা প্রায় নিশ্চিত। সুপার লিগে অবশিষ্ট চার ম্যাচের একটি জিতলেই টুর্নামেন্ট সেরা হবে দলটি। জাতীয় দলের ব্যস্ততা শেষে তারকাবহুল দলটিতে নিয়মিতই খেলছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। পারফরম্যান্সেও ধারাবাহিক দেশের অন্যতম সেরা এই দুই গতি তারকা।
এখন পর্যন্ত চার ম্যাচে দশ উইকেট নিয়েছেন শরিফুল। গত দুই বছর ধরেই জাতীয় দলে ক্রিকেটের তিন সংস্করণেই নিয়মিত খেলছেন এই পেসার। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এসব বিষয় বিবেচনায় তাকে বিশ্রাম দেওয়ার কথা বলেছিলেন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন। তবে খেলার মধ্যে থেকেই নিজেকে ফিট রাখতে চেয়েছেন শরিফুল।
সোমবার (২২ এপ্রিল) মিরপুরে সাংবাদিকদের শরিফুল বলেন, ‘স্যার আমাকে বলছিল তুমি যদি বিশ্রাম চাও, তো বিশ্রাম নিতে পারো। আমি বলছিলাম স্যার ঈদের পর যেহেতু খেলা নাই, আরও দুয়েকটা ম্যাচ খেললে হয়তো ফিটনেসটা আরও ভালো থাকবে। তো আমি খেলতে চাই। ইনশাআল্লাহ পরের ম্যাচে চিন্তা আছে আমি যেন বিশ্রাম নিতে পারি।’
পর্যাপ্ত বিশ্রাম পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘যেহেতু খেলতেছি। খেলার মধ্যে থাকলে ভালো। কিছুদিন আগে ভালো কয়েকদিন বিশ্রাম পেয়েছিলাম। তখন আসার পর একটু অন্যরকম লাগতেছিল। আমার মনে হয় অনুশীলনে থাকলে আরও ভালো।’
ডিপিএলের সুপার লিগ শুরু হওয়ার আগে প্রচণ্ড গরমে অস্বস্তির সৃষ্টি হয়েছে। এর মধ্যেই ক্রিকেটারদের খেলতে হচ্ছে। পেসারদের জন্য কাজটা আরো বেশ কঠিন। তবে গরম নিয়ে খুব বেশি চিন্তাই করেননি বলে জানান শরিফুল।
তিনি বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক গরম। আমাদের ওভাবেই খেলতে হবে গরমের মধ্যে। যেহেতু খেলাটা চলতেছে। আমরা ওইভাবে চিন্তা করিনি যে এতটা গরম। হয়তো চিন্তা করলে আরেকটু বেশি গরম লাগতো। আমাদের মাইন্ডে ছিল দুই তিন ওভার করে একটু বের হয়ে আবার যাবো। ’