ক্রিস হিপকিনস নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্রিস হিপকিনস। জেসিন্ডা আরডার্নের পদত্যাগের এক সপ্তাহ পর বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন তিনি। খবর বিবিসি’র।

গত রোববার ক্ষমতাসীন লেবার পার্টি প্রধানমন্ত্রী হিসেবে সর্বসম্মতভাবে ৪৪ বছর বয়সী এ নেতাকে বেছে নেয়। আগামী ১৪ অক্টোবরের সাধারণ নির্বাচনে পরবর্তী মেয়াদের জন্য লড়বেন তিনি।

গত ১৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে, দেশটির গভর্নর-জেনারেল সিন্ডি কিরোর নিকট আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন জেসিন্ডা। তিনি বলেন, ‘এমন একটি বিশেষ পদের সঙ্গে গুরুদায়িত্বও আসে। কখন নেতৃত্ব দেওয়ার জন্য আপনি সঠিক ব্যক্তি আর কখন নন, তা বোঝার দায়িত্বও আপনারই।’

লেবার পার্টি থেকে ক্রিস হিপকিনস ২০০৮ সালে প্রথম পার্লামেন্ট সদস্য (এমপি) নির্বাচিত হন। ২০২০ সালের নভেম্বরে তাকে কোভিড-১৯ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। করোনা মোকাবেলায় তিনি ব্যাপকভাবে প্রশংসিত হন এবং পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দ্বার খুলে যায়। এর আগে সর্বশেষ দেশটির পুলিশ, শিক্ষা ও জনসেবা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ক্রিস হিপকিনস।

leave a reply