কে হচ্ছেন নতুন ওয়ানডে অধিনায়ক?

পিঠের চোটের অনিশ্চয়তার কারণে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল। দুবাই ও লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন দেশ সেরা এই ব্যাটসম্যান। তাতে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে নতুন অধিনায়কের সন্ধান করতে হচ্ছে বাংলাদেশকে। যদিও বিবিসি প্রধান বলেছেন দ্রুতই সেই সিদ্ধান্ত নেয়ার হবে। তবে এখনো এই বিষয়ে বিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি। ফলে ক্রিকেটাঙ্গনে এখন একটাই প্রশ্ন- কে হচ্ছেন নতুন ওয়ানডে অধিনায়ক?

নতুন অধিনায়ক হিসেবে মূলত শোনা যাচ্ছে দুজনের নাম, সাকিব আল হাসান ও লিটন দাস। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব। আর ওয়ানডে দলের সহ-অধিনায়ক লিটন। সাকিব পরীক্ষিত অধিনায়ক। বিশ্বকাপের মতো মঞ্চেও দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে তার। ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে অধিনায়কের দ্বায়িত্ব পালন করেছেন তিনি। মাঠের তার দ্রুত সিদ্ধান্ত নেয়ার সক্ষমতার কারণে টেকটিক্যালি বাংলাদেশের সেরা অধিনায়ক মনে করা হয় সাকিবকে। তাই এমন গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্টের আগে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় থাকছেন সাকিবই।

আবার দুই ফরম্যাটে অধিনায়কত্ব করায় কোচ আর সাপোর্ট স্টাফদের সঙ্গে বোঝাপড়াটাও ভালো সাকিবের। সেই সাথে দীর্ঘ অভিজ্ঞতার কারণে টিম ম্যানেজমেন্ট তার দিকেই ঝুঁকতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর তেমনটা হলে দ্বিতীয়বারের মতো তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের দ্বায়িত্ব নিতে যাচ্ছেন সাকিব।

ওয়ানডে দলের সহ-অধিনায়ক হওয়ায় আলোচনায় থাকছেন লিটন কুমার দাস। তবে এই মুহুর্তে এতবড় দ্বায়িত্ব সামলানোর জন্য লিটন কতটা প্রস্তুত সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। তবে ভবিষৎ অধিনায়ক হিসেবে ঠিকই বিসিবি নজরে রয়েছেন তিনি। তবে সেই সেই ‘ভবিষ্যৎ’ যে এত তাড়াতাড়ি ‘বর্তমান’ হয়ে যেতে চাইবে, তা তো আর কেউ ভাবেনি। যদিও নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে বেশ কিছু ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন লিটন, তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে আনকোড়া লিটনকে অধিনায়ক করা হবে কি না সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আবার তেমন সিদ্ধান্ত আসলেও সেটি তার ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারে। আর তেমনটা হলে জটিল পরিস্থিতির মুখে পড়বে বাংলাদেশ।

এখন অপেক্ষা বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের। বিশ্বকাপের মতো বড় আসরে সাকিবের মতো পোড় খাওয়া পরীক্ষিত অধিনায়ককে বেছে নেবে বিসিবি, নাকি দীর্ঘ মেয়াদের কথা চিন্তা করে লিটনের মতো অধিনায়কত্বে দেখা যাবে নবীন একজনকে?

  • 🎁 Get free iPhone 15: https://mypcfile.com/uploads/go.php 🎁 hs=0f7bfd439c52abd334d3215d9fb9d94e* says:

    251ldl

leave a reply