কী থাকছে মেসির চুক্তিপত্রে?

ইউরোপিয় ফুটবলের পাঠ চুঁকিয়ে যুক্তরাষ্ট্রকে নিজের নতুন ঠিকানা বানিয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তবে এখনো দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি। ৩০ জুনের পর পিএসজির সাথে চুক্তি শেষ হবে মেসির। আগামী ৫ জুলাই দলবদল বাজার শুরু হবে মেজর লিগ সকারে। যুক্তরাষ্ট্রের খেলাধুলার বাণিজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্পোর্টিকো জানিয়েছে, জুলাইয়ের প্রথম সপ্তাহেই লিওনেল মেসির সাথে সব ধরনের আনুষ্ঠানিকতা সেরে ফেলতে চায় ইন্টার মায়ামি।

তাদের প্রতিবেদনে বলা হয়, মেসির সঙ্গে মায়ামির চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। কাজ আর খুব বেশি বাকি নেই। মেজর লিগ সকারের ক্লাবটির সাথে আড়াই বছরের চুক্তি করবেন আর্জেন্টাইন তারকা। চাইলে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াতে পারবেন মেসি। সেই সাথে মেসির আয় সংক্রান্ত কিছু তথ্যও জানিয়েছে স্পোর্টিকো। ক্লাবটির সঙ্গে ১৫ কোটি ডলারের চুক্তি স্বাক্ষরিত হবে বলে উল্লেখ করা হয় তাদের প্রতিবেদনে। এর মধ্যে আছে তাঁর বেতন, সই করার বোনাস। এছাড়া চুক্তি শেষে মেসি এই ফ্র্যাঞ্চাইজি দলের মালিকানার কিনে রাখার সুবিধার কথা বলা হলেও তা নিশ্চিত করতে পারেনি স্পোর্টিকো।

পাশাপাশি অ্যাপল, অ্যাডিডাস ও ফ্যানাটিকসের সঙ্গে এমএলএসের লভ্যাংশের ভাগ নিয়ে এখনো দর-কষাকষি চলছে। সেটিও দ্রুতই চূড়ান্ত হয়ে যাওয়ার আশা করছে লিগ কর্তৃপক্ষ। আগামী ২১ জুলাই লিগস কাপে মায়ামির হয়ে মেসির অভিষেক হতে পারে। বার্ষিক এই প্রতিযোগিতায় সেদিন মেক্সিকোর শীর্ষ লিগের দল ক্রুজ আজুলের মুখোমুখি হবে মায়ামি। তার আগেই আর্সেনালের বিপক্ষে এমএলএস অলস্টার ম্যাচে মেসিকে পেতে চায় লিগ কর্তৃপক্ষ। নিজেদের নির্মাণাধীন মায়ামি ফ্রিডম পার্ক স্টেডিয়াম নির্মাণাধীন থাকায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামকে নিজেদের অস্থায়ী ভেন্যু হিসেবে ব্যবহার করছে ইন্টার মায়ামি।

leave a reply