কালীগঞ্জে কুকুরের তাণ্ডবে আহত ৩০ জন

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকায় পাগলা কুকুরের আক্রমণে পুলিশ, সাংবাদিক শিশু-বৃদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর থেকে এক পাগলা কুকুরের আক্রমণে ৩০ জনের অধিক ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ভুক্তভোগীদের মাথায়, মুখে, হাত পায়ে কুকুরের আক্রমণেরে চিহ্ন রয়েছে। অনেকের কাপড় চোপড় ছিঁড়ে গেছে। এ ঘটনার পর কালীগঞ্জ পৌরবাসীর মধ্যে কুকুর আতঙ্ক বিরাজ করছে।

আহতরা জানান, হঠাৎ পেছন থেকে কুকুর এসে মুখে, হাতে, পায়ে কামড়ে দিচ্ছে। প্রাপ্তবয়স্ক পুরুষ লোকেরা কামড়ের পর নিজেকে সামলে নিতে চেষ্টা করলেও বয়স্করা ঘাবড়ে যান। হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী আক্রান্তরা অধিকাংশই পৌর এলাকার বাসিন্দা।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগে কুকুরে কামড়ানোর ভ্যাকসিন র‌্যাবিক্স আইজি সরবরাহ না থাকায় আতঙ্ক ছড়িয়েছে আক্রান্তদের মধ্যে। পৌর মেয়র আশরাফুল আলম আশরাফকে টিকা সংগ্রহ করে সরবরাহ করতে দেখা গেছে।

কালীগঞ্জ পৌরসভায় মেয়র ও কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীকে আহতদের সেবা সুশ্রুষা করতে দেখা গেছে। পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ ভয় না পেয়ে সবাইকে সাবধানে চলাচলের আহ্বান জানান। পাগলা কুকুর নিধনের ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এদিকে, কুকুরের তাণ্ডবের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক যুগান্তরের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহারিয়ার আলম সোহাগও কুকুরের আক্রমণ মারাত্মক আহত হয়েছেন। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আফরিন জাহান বৃষ্টি বলেন, হাসপাতালে র‌্যাবিক্স-ভিসি ভ্যাকসিন সংকট থাকায় আহতদের বাইরের দোকান থেকে সংগ্রহ করতে হচ্ছে। বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানাব।  

leave a reply