চলতি বছরের ২৩ জুলাই পর্যন্ত সৌদি আরবে হজ করতে গিয়ে ১১৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ২৫ জন এবং পুরুষ ৮৯ জন। রোববার (২৩ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ হজযাত্রীর বয়স ৫০ থেকে ৭১ বছরের মধ্যে। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ৯৪ জন, মদিনায় ৭ জন, জেদ্দায় একজন, মিনায় ৯ জন, আরাফায় ২ জন ও মুজদালিফায় একজন।
সবশেষ গত ২২ জুলাই মতিউর রহমান (৫৯) নামের একজন হাজি সৌদি আরবে মারা গেছেন। নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি হজে গিয়ে মৃত্যুবরণ করলে তার লাশ সৌদি আরবে দাফন করা হয়। নিজ দেশে লাশ নিতে দেওয়া হয় না।
এ বছর সৌদি আরবে ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালন করেছেন। ২২ জুলাই পর্যন্ত দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৫টি, সৌদি এয়ারলাইন্স ৮৯টি, ফ্লাইনাস ৪০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করছে।