এক-এগারো’র কুশীলবরাই সংলাপের কথা বলছে: হাসান মাহমুদ

বিরোধী দলগুলোর সাথে সংলাপে বসতে বিদেশিরা আমাদের কাউকে কোনও তাগাদা দেয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যু্গ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সংলাপের কথা তারাই বলছে যারা এক-এগারোর কুশীলব ছিলেন।

রোববার (১৬ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের আগে সংলাপের কোনও সম্ভবনা আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সংলাপ নিয়ে বিদেশিরা আমাদের কাউকে কোনও তাগাদা দেয়নি। সংলাপের কথা এক-এগারোর কুশীলবরা ও কিছু ব্যক্তিবিশেষ বলছেন। বিএনপিও তো সংলাপের কথা বলছে না। কারা বলছে এটা আপনারা জানেন।

তিনি আরও বলেন, দেশ চলবে সংবিধান অনুযায়ী, নির্বাচন হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। অন্য দেশের হস্তক্ষেপ বা প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, নির্বাচনও হবে না। সংবিধান অনুযায়ী একটি নির্বাচনকালীন সরকার হবে; সেই সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা। এর কোনও ব্যত্যয় হওয়ার প্রশ্নই আসে না। তবে নির্বাচনের সময় সব দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন।

ড. হাছান মাহমুদ বলেন, দেশের মানুষ আর এক-এগারো মার্কা সরকার চায় না। সেখানে ফিরে যাওয়ার কোনও সুযোগ নেই। সংবিধান অনুযায়ী, দেশের আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সেখানে তারা একটি কথা বলেছে যে, আইন ও সংবিধানের আলোকে তারা দেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়। আমরাও চাই দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন।

এসময় বিএনপির কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, তারা যখন রাজনৈতিক কর্মসূচি দেয়, তখন সরকারি দল হিসেবে আমাদের একটা বাড়তি দায়িত্ব আছে। সরকারি দলের দায়িত্ব দেশে শান্তি-শৃঙ্খলা-স্থিতি বজায় রাখা। আগুন সন্ত্রাসীরা যাতে মানুষের ওপর ঝাঁপিয়ে পড়তে না পারে, তা নিশ্চিত করা। রাজনৈতিক কর্মসূচির ব্যানারে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সেক্ষেত্রে জনগণের সঙ্গে থাকা আমাদের দায়িত্ব।

leave a reply