আর্থিক সংগতি নীতি ভাঙায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে অর্থদণ্ড দিয়েছে উয়েফা। ২০২২ সালে আর্থিক নিয়মের ব্যত্যয় ঘটার কারণে বার্সেলোনাকে ৫ লাখ ইউরো আর ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩ লাখ ইউরো জরিমানা করেছে ইউরোপিয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। শুক্রবার উয়েফার এই ঘোষণার পর ম্যানচেস্টার ইউনাইটেড শাস্তি মেনে নিলেও, এর বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে বার্সা।
স্প্যানিশ রেডিও কাদেনা এসইআর জানায়, কাতালান ক্লাবটি এমন শাস্তিকে অসামঞ্জস্য মনে করছে। বার্সার এক সূত্রের বরাত দিয়ে রেডিওটির প্রতিবেদনে বলা হয়ছে, বার্সা মনে করে, ২০২২ সালে সবকিছুই লা লিগার অনুমোদন নিয়েই করেছে। যে কারণে শাস্তি এড়াতে আপিল করতে চায় কাতালান ক্লাবটি।
বার্সেলোনা ও ইউনাইটেড ছাড়াও উয়েফার জরিমানার মুখে পড়েছে সাইপ্রাসের দল অ্যাপোয়েল ও তুরস্কের ক্লাব কোনিয়াস্পোর।দুটি দলকেই ১ লাখ ইউরো করে জরিমানা করা হয়েছে। এছাড়াও আর্থিক শাস্তি পেতে হচ্ছে তুরস্কের দল ইস্তাম্বুল বাসাকশেহির ও ত্রাবজোনস্পোর, বেলজিয়ামের দল লয়্যাল অ্যান্টেওয়ার্প আর আন্ডারলেখটকে। তবে এখনো এসব ক্লাব উয়েফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে কি না, তা জানা যায়নি।
ফ্রান্সের পিএসজি, ইতালির এসি মিলান, ইন্টার মিলানসহ ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব গত সেপ্টেম্বরে উয়েফার বিধান মেনে আর্থিক সংগতি নীতি ঠিক করে নিয়েছে। তবে পরবর্তী মৌসুমে এই ক্লাবগুলোকে নজরে রাখা হবে বলে জানিয়েছে উয়েফা।