ঈদে বাড়ি ফেরা হলো না শিশু আয়ানের

ঈদ উদযাপন করতে বাড়ি যাওয়া হলো না শিশু আয়ানের। বাবা মায়ের সাথে পিকআপ ভ্যানে চড়ে বাড়ি ফেরার পথে ঘাতক ট্রাক চিরদিনের জন্য তাকে কেড়ে নিয়েছে মায়ের বুক থেকে। ঈদের দিন সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে দুর্ঘটনায় মারা গেছেন শিশু আয়ানসহ আরও তিনজন। নিহতরা সবাই পিকআপ ভ্যানে ছিলেন। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি গরুও মারা গেছে।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশু আয়ানের মা শাপলা, বাবা শরিফুল ও ট্রাকচালক। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- গাইবান্ধার কুলিবাড়ী এলাকার পিকআপচালক সুজন, একই জেলার সাঘাটা থানার হাসিনকান্দি এলাকার পিকআপ হেলপার রাব্বি, নাটোর জেলার বাগাতিপাড়া থানার কাটাবাড়ি এলাকার গরু ব্যবসায়ী রানা ও একই জেলার বাগাতিপাড়া থানার তমালতলা এলাকার চার বছর বয়সী শিশু আয়ান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার পুকুরপাড় এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী গরুবোঝাই পিকআপ ভ্যানের সাথে রাজশাহী থেকে ঢাকা গামী আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে আসে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ আরও জানায়, নিহত শিশু আয়ান ও তার পরিবার ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

leave a reply