আগামীর সময় হবে পেপারবিহীন প্রযুক্তির সময়। যা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ই-নথির মাধ্যমে সকল কাজ করার ব্যবস্থা সরকার করবে। বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পলক।
তিনি আরও বলেছেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট, প্রযুক্তি নির্ভর ক্যাম্পাস ও এক কোটি টাকার ফান্ড দেয়া হবে।
সোমবার (২০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর ও ধন্যবাদ জ্ঞাপন করেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদার।
পরে কনসার্টে সঙ্গীত পরিবেশন করে ব্যান্ড দল জলের গানের শিল্পীরা।
এছাড়াও নজরুল বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী (২০-২১ মার্চ) গবেষণা মেলার শুরু উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গবেষণা মেলায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে স্টল করা হয়েছে, যেখানে প্রদর্শিত হচ্ছে বিভাগ গুলোর বিভিন্ন গবেষণাপত্র।