ইসলামী বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপনে নানা আয়োজন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে প্রতিমা স্থাপন, দেবী অর্চনা, পুষ্পাঞ্জলি প্রদান, ধর্মালোচনা ও প্রসাদ বিতরণসহ নানা আয়োজন করা হয় ক্যাম্পাসে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে সকাল সাড়ে নয়টায় থেকে দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার রায় সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়। এতে ধর্মালোচনা করেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা এবং ড. কাজী মোতাহার হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ ও গৌরাঙ্গ অব বাংলাদেশের সভাপতি শ্রী বিকাশ চন্দ্র বসু।

অধ্যাপক ড. তপন কুমার রায় বলেন, স্বাধীনতার পরে ইসলামী বিশ্ববিদ্যালয়, স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে বহুদিন ধরে একটি স্থায়ী মন্দিরের দাবি উঠেছে। কিন্তু এখনো পর্যন্ত একটি স্থায়ী মন্দির প্রতিষ্ঠা করতে পারিনি। তারপরও আশা করি এই প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি স্থায়ী মন্দির আমাদের জন্য করে দেবে। কেননা নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির স্থাপন করা হয়েছে।

বাণী অর্চনা অনুষ্ঠানের আগে পূজা পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম, সাবেক প্রক্টর পরেশ চন্দ্র বর্ম্মণ এবং সহকারী প্রক্টর শরীফুল ইসলাম জুয়েল, ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় শাহা টনিসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এসময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত থেকে পরিবেশনা উপভোগ করেন।

leave a reply