ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক চারটি পদে নতুন দায়িত্ব পেয়েছেন চারজন শিক্ষক। এছাড়াও অন্য তিন পদের দায়িত্বরতদের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত অফিস আদেশে এসব তথ্য জানা গেছে।
অফিস আদেশে জানানো হয়, অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদকে প্রক্টর ও অধ্যাপক ড. মোঃ বাকি বিল্লাহকে টিএসসিসির পরিচালক হিসেবে এক বছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া অধ্যাপক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামালকে আইএসএসি’র প্রধান এবং অধ্যাপক ড. মোঃ আনিচুর রহমানকে আইন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা এসব পদে বহাল থাকবেন।
অন্যদিকে, অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এবং অধ্যাপক ড. মোঃ শামসুল আলমকে যথাক্রমে ছাত্র-উপদেষ্টা, পরিবহন প্রশাসক এবং শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে। আগামী একবছর তারা এসব পদে দায়িত্ব পালন করবেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় নতুন সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ. এইচ এম আক্তারুল ইসলামকে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ পদে অধ্যাপক ড. আক্তারুল ইসলাম দায়িত্ব পালন করবেন।