ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনদিনব্যাপী সি প্রোগ্রামিং বিষয়ক কর্মশালা ও নবীনদের বরণ করেছে ইসলামিক ইউনিভার্সিটি আইটি সোসাইটি। বুধবার দুপুর একটায় ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সেন্ট্রাল ল্যাব কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন রাফসান আরা ঝুমা ও সোহানুর রহমান সোহান।
অনুষ্ঠানে আইটি সোসাইটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিচালক আইইআর ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রহমান ও আল-হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন উপ-রেজিস্ট্রার ড. মো. নওয়াব আলী, সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা ইসলাম মৌ’সহ সামি আল সাদ আওন, অর্ণব হাসান, নওশীন পরিনী সুম্মা, আস্তিক রায়, সুমনা খাতুন, মোঃ মাহবুবুর রহমান, আমিনুল ইসলাম, মোতালেব বিশ্বাস লিখন, ফরিদুজ্জামান সুমন, নুসরাত ইমরোজ, মেহেদী হাসান মুন,খান তাকি বিন করিমসহ অন্যান্য সদস্যবৃন্দ, প্রশিক্ষণার্থী ও নবীন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সংগঠনের নবীন সদস্যদের বরণ এবং বিদায়ীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
এসময় অধ্যাপক ড.সাইদ মাকসুদুর রহমান বলেন, ‘বর্তমান যুগ আইটির যুগ। বর্তমানে নবীন শিক্ষার্থীরা একটা ফিল্ড পেয়েছো যা অতীতে ছিল না। বর্তমান সমাজ ব্যবস্থায় টিকে থাকার জন্য আমাদের আইটি সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তাই নবীন সদস্যদেরকে আইটির সকল উপাদান সম্পর্কে জানতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আইটির জ্ঞান অনেক মূল্যবান।’
১৯-২২ মার্চ পর্যন্ত সহযোগী অধ্যাপক ড. শহিদুল ইসলামের পরিচালনায় তিনদিনে প্রায় শতাধিক শিক্ষার্থীকে সি প্রোগ্রামিংয়ের উপর এবং একদিন কম্পিউটারের মৌলিক বিষয়ের উপর প্রশিক্ষণ দেন। ইবি আইটি সোসাইটি ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের আইটি বিষয়ক প্রশিক্ষণ দিয়ে আসছে।