ইউক্রেন নিয়ে আলোচনার সময় শেষ হয়ে যায়নি: পুতিন

ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। সেই সুযোগ এখনও ফুরিয়ে যায়নি বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে আফ্রিকার নেতাদের সঙ্গে আলাপের পর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এক্ষেত্রে আফ্রিকার শান্তি উদ্যোগের পাশাপাশি চীনের প্রস্তাবও ভিত্তি হিসেবে কাজ করতে পারে বলে জানান রুশ প্রেসিডেন্ট।

শনিবার সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ইউক্রেনের ফ্রন্টে আপাতত কঠোর পদক্ষেপ নেওয়ার কোনও পরিকল্পনা নেই। কিন্তু চলতি মাসের শুরুর দিকে ক্রিমিয়া সেতুতে হামলা হয়েছে। জবাবে প্রতিরোধমূলক আক্রমণ চালানো হয়েছে।

দুই দেশের চলমান এই যুদ্ধ থামাতে চীন ১২ দফা শান্তি প্রস্তাব উত্থাপন করেছিল। কিন্তু সেটিকে একতরফা উল্লেখ করে তা প্রত্যাখ্যান করে ন্যাটো ও যুক্তরাষ্ট্র। এরপর থেকেই দুই দেশের মধ্যে আর শান্তি আলোচনা হয়নি। এমনকি শান্তি চুক্তির আওতায় ইউক্রেনের সাথে শস্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা আর বাড়ায়নি মস্কো।

ইউক্রেনের দাবি, ১৯৯১ সালে তার সীমানা যেমন ছিল সেটাই পুনঃস্থাপিত হোক। কিন্তু এমন দাবি প্রত্যাখ্যান করে ক্রেমলিন বলছে, শান্তি আলোচনার জন্য নতুন আঞ্চলিক বাস্তবতা মানতে হবে কিয়েভকে। সেই সাথে ক্রিমিয়া সেতুতে একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় পুতিন সরাসরি কিয়েভকে দায়ী করলেও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি জেলেনস্কির প্রশাসন।

leave a reply